ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।

শোভাযাত্রাতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা হিসাব রক্ষন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙ্গালীর লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতোপ্রতোভাবে জড়িত।

তিনি আরো বলেন, বাঙ্গালী আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর আটোয়ারীবাসী স্বত:স্ফুর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান সহকারী কমিশনার(ভূমি)।

এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় ০৫:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।

শোভাযাত্রাতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা হিসাব রক্ষন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙ্গালীর লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতোপ্রতোভাবে জড়িত।

তিনি আরো বলেন, বাঙ্গালী আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর আটোয়ারীবাসী স্বত:স্ফুর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান সহকারী কমিশনার(ভূমি)।

এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।