“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আটোয়ারীর আয়োজনে রবিবার ( ১৩ এপ্রিল) বেলা প্রায় সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী, আইসিটি প্রোগ্রামার আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী(এলজিইডি) অসীম রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলীসহ উপকারভোগী পাট চাষীগণ। উপজেলার ৬টি ইউনিয়নের তালিকাভুক্ত ২,৫২৩ জন পাটচাষীর মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাটবীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।