পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২৪- ২০২৫ অর্থ বছরে বিল নার্সারি কার্যক্রমের আওতায় উপজেলার রসেয়া বিল নার্সারিতে সাইনবোর্ড, চুন, খৈল, সার,ময়দা, ডিম, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, রসেয়া বিলের সুফলভোগী দলনেতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
মৎস্য কর্মকর্তা জানান, ২/১ দিনের মধ্যে রসেয়া বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মৎস্য চাষে বিল নার্সারি প্রকল্পের কার্যক্রম শতভাগ বাস্তবায়নে সুফলভোগীদের দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমূহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।