ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে বেকার যুবককে ভ্যান দিলেন উপজেলা প্রশাসন

পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিহীন ও বেকার যুবককে একটি ভ্যানগাড়ী দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার (০২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক ভূমিহীন বেকার যুবকের মাঝে তার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে একটি চার্জার ভ্যান দেয়া হয়।

উপকারভোগী উপজেলার রাধানগর ইউনিয়নের হাজী সাহার আলী স্কুল পাড়ার ভূমিহীন মৃত ওয়াজেদ আলী ও মোছাঃ ফুল বানু দম্পতির পুত্র মোঃ শরিফুল ইসলাম।

বুধবার সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্জার ভ্যান বিতরণ করেন।

সমাজসেবা কর্মকর্তা আবু তাহের বলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ হিসেবে চার্জার ভ্যান বিতরণ করা হলো। যার মূল্য ৬৫ হাজার টাকা।

প্রধান অতিথি মোঃ সাবেত আলী বলেন, এই চার্জার ভ্যান ভাড়ায় পরিবহনের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করবে। এতে সুবিধাভোগী বেকারত্ব ঘুচিয়ে নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারবে বলে আশা করছি। সঠিকভাবে চার্জার ভ্যানটি পরিচালনা করতে পারলে পরিবার নিয়ে স্বচ্ছলভাবে চলতে পারবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) (অ: দা:) এস.এম ফুয়াদ, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ: দা:) মোঃ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:) জিয়াউর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে বেকার যুবককে ভ্যান দিলেন উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৮:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিহীন ও বেকার যুবককে একটি ভ্যানগাড়ী দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার (০২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক ভূমিহীন বেকার যুবকের মাঝে তার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে একটি চার্জার ভ্যান দেয়া হয়।

উপকারভোগী উপজেলার রাধানগর ইউনিয়নের হাজী সাহার আলী স্কুল পাড়ার ভূমিহীন মৃত ওয়াজেদ আলী ও মোছাঃ ফুল বানু দম্পতির পুত্র মোঃ শরিফুল ইসলাম।

বুধবার সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্জার ভ্যান বিতরণ করেন।

সমাজসেবা কর্মকর্তা আবু তাহের বলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ হিসেবে চার্জার ভ্যান বিতরণ করা হলো। যার মূল্য ৬৫ হাজার টাকা।

প্রধান অতিথি মোঃ সাবেত আলী বলেন, এই চার্জার ভ্যান ভাড়ায় পরিবহনের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করবে। এতে সুবিধাভোগী বেকারত্ব ঘুচিয়ে নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করতে পারবে বলে আশা করছি। সঠিকভাবে চার্জার ভ্যানটি পরিচালনা করতে পারলে পরিবার নিয়ে স্বচ্ছলভাবে চলতে পারবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) (অ: দা:) এস.এম ফুয়াদ, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ: দা:) মোঃ আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ: দা:) জিয়াউর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।