মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৪ – ২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার ( ১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বর পুকুর, থানা চত্ত্বর পুকুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুর, বার আউলিয়া মাজার শরীফ পুকুর সহ ১৮টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং উম্মুক্ত জলাশয়ে রুই সহ বিভিন্ন প্রজাতির ৩১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা কে.এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি প্রমুখ।
আরো পড়ুন : তেঁতুলিয়ায় চেয়ারম্যানের দূর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ