মোঃ ইউসুফ আলী,, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
২০২৩ – ২০২৪ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোযাখোয়া ইউনিয়নের সিঙ্গিয়া স্লুুইচ গেইট সংলগ্ন বিলে প্রায় ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার ( ০১ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার সিঙ্গিয়া বিলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির ৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান, জেলা মৎস্য অফিসার কে.এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সিরাজাম মুনীরা সুমি, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের এসকল প্রকল্পের আওতায় উপজেলার সাধারণ মানুষের ( বিল কেন্দ্রিক মাছ আহরণ) পুষ্টি চাহিদা পূর্ণ হবে।
আরো পড়ুন : আটোয়ারীতে ‘জি টু পি’ পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ক সেমিনার