পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১০ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১ টা থেকে শুরু করে প্রায় দুই ঘন্টাব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
সভায় আটোয়ারী উপজেলাধীন ইউনিয়ন সমুহের বিভিন্ন রাস্তার ধারে অরক্ষিত পূজামন্ডপ সমুহের অবস্থানের বিষয়ে মতবিনিময় করা হয়। অরক্ষিত পূজামন্ডপগুলোকে কিভাবে সুরক্ষিত করা যায় এবং বিভিন্ন মন্দিরের সমস্যা সমাধানে করণীয় বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আটোয়ারী থানার ওসি’র প্রতিনিধি এসআই মনসুর আলী, বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার জসিম উদ্দীন, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি), উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী খাঁন, রাধানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মুর্শেদ (যাদু), জাসদ সভাপতি আনছার আলী(মিঠুন), উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা ও ধর্মীয় পন্ডিত বীর মুক্তিযোদ্ধা ঈশান চন্দ্র দাসাধিকারী, ধর্মীয় পন্ডিত ও সাবেক ইউপি সদস্য ইলাপ চন্দ্র বর্মন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ধামোর ইউনিয়ন সভাপতি নিবারণ চন্দ্র বর্মন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মির্জাপুর ইউনিয়ন সভাপতি তারামোহন বর্মন, সাবেক রাধানগর ইউপি সদস্য বিমল চন্দ্র বর্মন, আলোয়াখোয়া ইউনিয়নের প্রদীপ চন্দ্র সিংহ, তোড়িয়া নিতুপাড়ার জ্যোতিশ চন্দ্র বর্মন, রাধানগর ইউপি সদস্য সুশীল চন্দ্র বর্মন(পাপন) প্রমুখ।
সভায় সনাতন ধর্মের পন্ডিতেরা বলেন, যে সমস্ত মন্ডপে নিত্য পূজা করা হয় না, সে সমস্ত মন্ডপে পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া উত্তম।
জামায়াতের আমির বলেন, ধর্মীয় পন্ডিতদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ধর্মীয় সভার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সচেতন করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, সভায় ফলপ্রসু আলোচনা হয়েছে। সবার সহযোগিতায় অরক্ষিত পূজা মন্ডপগুলো সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব। আমরা মন্দিরগুলোকে সুরক্ষা দিতে চাই। সভায় অরক্ষিত পূজা মন্ডপ বা মন্দির সুরক্ষা বিষয়ে ব্যাপক আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।