রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও ডিসি’র মোড়ে থাকা শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
রংপুরের স্থানীয় সাংবাদিক, “শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরে রাত ১০টা ১০ মিনিটের থেকে শিক্ষার্থীরা বেরোবির ম্যুরাল ভাঙা শুরু করে। শুরুতে তারা হাত, পাইপ, শাবল, হাতুড়ি দিয়েই ভেঙেছে। পরে বৈষম্যবিরোধীরা রংপুর সিটি কর্পোরেশন থেকে বেরোবিতে বুলডোজার প্রবেশ করায়।”
রাত ১২টার পর থেকে ওই তিন স্থানের ম্যুরালগুলো “বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়” এবং একইসাথে বেরোবিতে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলে শিক্ষার্থীরা।