রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের কুখ্যাত রাজ্জাক চোর সহ তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২৯জুলাই) সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রানীশংকৈল থানার একটি চৌকস টিম ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলার চোর চক্রের দুই সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, আন্ত:জেলার চোর চক্রের মূলহোতা রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার মকবুলের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩) ও পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুলের ছেলে সোলেমান আলী ( ৩০)।
রানীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেলাল তার ব্যবহ্নত ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করলে অজ্ঞাতনামা চোরদের নামে রানীশংকৈল থানায় একটি মামলা রুজু হয়৷
এ বিষয়ে রানীশংকৈল এএসপি (সার্কেল) ফারুক আহমেদ বলেন, চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের সদস্যদের আটকসহ তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে । তাদেরকে আজকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আন্তঃজেলা কুখ্যাত রাজ্জাক চোরের বিরুদ্ধে ৪৮ টি বিভিন্ন মামলা রয়েছে।