পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ১৫ জন বাংলাদেশীকে ঠেলে পাঠালো বিএসএফ। পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুই সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ১৫ জনকে ঠেলে পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (৫ জুলাই) মধ্যরাতর পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধীনস্ত এর শিংরোড বিওপির প্রতিপক্ষ ৯৩/কৈলাশ বিএসএফ ক্যাম্প কর্তৃক পুশইন করে, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৬৪/১৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খুনিয়াপাড়া নামক স্থান হতে বিওপি ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।
এছাড়াও একই উপজেলার ওমর খানা ইউনিয়নের, অমরখানা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৪৩/৩-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বোর্ডবাজার নামক স্থান হতে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। দুই সীমান্তে পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা পাঁচজন শিশু মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
চাকলারহাট সিংরোড সীমান্ত আটককৃতরা হলেন, ১। মোঃ ইব্রাহিম শেখ (৬০), পিতা-মৃত ধলা মিয়া শেখ, গ্রাম-মমিনপুর, ডাকঘর-পথেরবাজার, থানা-দেগলিয়া, জেলা-খুলনা,২। মোঃ রাজু ইব্রাহিম শেখ (২৭), পিতা-মোঃ ইব্রাহিম শেখ, গ্রাম-মমিনপুর, ডাকঘর-পথেরবাজার, থানা-দেগলিয়া, জেলা-খুলনা। ৩। মোছাঃ আখি এনদাদুল শেখ (৪০), স্বামী-মোঃ এনদাদুল শেখ, গ্রাম-বারসাত, ডাকঘর-তেরখাদা, থানা-দেগলিয়া, জেলা-খুলনা। ৪। মোঃ হামজা শেখ (০৯), পিতা-মোঃ এনদাদুল শেখ, গ্রাম-বারসাত, ডাকঘর-তেরখাদা, থানা-দেগলিয়া, জেলা-খুলনা। ৫। মোছাঃ রুনু শেখ (৪০), স্বামী-মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াইল। ৬। মোঃ ইয়াছিন মোল্লা (২০), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াইল। ৭। মোঃ আমিন মোল্লা (১১), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াইল। ৮। মোছাঃ আয়শা রফিকুল শেখ (১৮), স্বামী-মোঃ এশানুর শেখ, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াইল। ৯। মোছাঃ সাহেরা রফিকুল শেখ (০৯), পিতা-মোঃ রফিকুল শেখ, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াই, ১০। মোঃ ফিরোজ মোল্লা (৪৫), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, গ্রাম-বইখাতা, ডাকঘর-গাজিরহাট, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
অপরদিকে অমরখানা সীমান্তে আটকৃতরা হলেন- ১। মোঃ আসাদুজ্জামান (৩৭), পিতা-মৃত হারুন অর রশিদ, গ্রাম-বসদেবপুর ১নং কালিয়া, ডাকঘর-বসদেবপুর, থানা-শার্শা, জেলা-যশোর। ২। মোছাঃ কুলসুম (২৯), স্বামী-মোঃ আসাদুজ্জামান, গ্রাম-বসদেবপুর ১নং কালিয়া, ডাকঘর-বসদেবপুর, থানা-শার্শা, জেলা-যশোর। ৩। মোছাঃ নিপু আক্তার (৩০), স্বামী- ইব্রাহিম মন্ডল, গ্রাম-সাইন্দা, ডাকঘর-কাঠালতলা, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট। ৪। মোঃ আদনান (১২), পিতা- মোঃ আসাদুজ্জামান, গ্রাম-বসদেবপুর ১নং কালিয়া, ডাকঘর-বসদেবপুর, থানা-শার্শা, জেলা-যশোর। ৫। মোছাঃ আয়শা (১০), পিতা- মোঃ আসাদুজ্জামান, গ্রাম-বসদেবপুর ১নং কালিয়া, ডাকঘর-বসদেবপুর, থানা-শার্শা, জেলা-যশোর।
বিজিবি জানায়, শুক্রবার মধ্য রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড ওওমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকা থেকে পুশইন করা বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের অভ্যান্তরে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। পরে তাদেরকে আটক জিডি মূলে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, শিশু সহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বাংলাদেশের অভ্যন্তরে দুই সীমান্তে দিয়ে পার করে দেয় বিএসএফ,।পরে বিজিবি তাদের আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। আটককৃতদের সনাক্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের মাঝে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধী রয়েছে।