আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে একরাতে কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।যার আনুমানিক দাম সাড়ে তিনলাখ টাকা।বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার শুড়িভিটা এলাকার মোজাহারুল এর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে যেকোন সময় কৃষক মোজাহারুল এর গোয়াল ঘরের তালা ভেঙ্গে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। সকালে ঘুম থেকে উঠার পর বিষয়টি দেখতে পান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে অন্য দিনের তুলনায় সকালে (৯ টায়) ঘুম থেকে দেরিতেই চেতন পায় তারা। তাদের ধারণা পিকআপ গাড়িতে করে গরু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ছুটিতে থাকায় ইন্সপেক্টর অপারেশন জানান, গরু চুরির বিষয়টি কেউ থানায় জানায়নি।