ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণ অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে পীরগঞ্জ প্রেস ক্লাব হল রুমে এ পরিচিতি সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা ।
সভায় গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সোবহানের সভাপত্বিতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলার সভাপতি রেজাউল হক, পৌর সভাপতি আলমগীর কবির জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিসয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।
এ সময় বক্তারা গণ অধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সোবহান ঠাকুরগাঁও-৩ আসনে মননোয়ন প্রত্যাশী বলে তার নাম ঘোষনা করেন।