ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার প্রতিবাদ করায় এক সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ শুক্রবার দুপুরে জানান, ভোমরাদহ ইউনিয়নের শিবপুরে দুই কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ চলছে। ঐ কাজের ঠিকাদারের কাছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খলিলুর রহমানের ছেলে বাবুল হোসেন।
বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে তিনি সহ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেজবাউল পারভেজ সুর্য, যুগ্ন আহবায়ক মাসুম পারভেজ, ছাত্রনেতা হাসু, যুবদল নেতা ফারুক ও লিয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুয়েল আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুরের ছেলে বাবুল হোসেন জানান, তিনি দলের নামে কারো কাছে চাঁদা দাবি করেননি।