ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে জেঁকে বসেছে শীত। গত দুইদিন ধরে সুর্য্যের মূখ দেখা যায়নি। গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসে উঠা নামা করছে। এতে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। দিনের বেলায় রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগে আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা জানাই শীতের তীব্রতায় কাঁপছে সাধারণ মানুষ। অসহায় ও গরিব মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করলে তারা উপকৃত হবেন। সেই সাথে এই উপজেলায় প্রশাসন ও স্থানীয় সমর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বলেন ২’শ কম্বল ও তিন লক্ষ টাকা অনুদান এই শীতে পাওয়া গেছে। এগুলো শীঘ্রই বিতরণ করা হবে। আরও চাহিদা পাঠানো হয়েছে।