ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বেলাল হোসেন নামে এক ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। বেলাল পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাওয়ার পথে ভেমটিয়া নামে এলাকায় সিমেন্ট বোঝাই একটি রিক্্রা-ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।
আরও পড়ুন : পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়