“নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে তিন দিনব্যাপি ভূমি মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা ভুমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) এস এম ইসফাকুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমির বাবলু রশিদ, সেক্রেটারি বাবুল আহমেদ, বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমূখ।