ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনিসুর রহমান নামে এক সাবেক তহসিলদার ও তার স্ত্রী খালেদা পারভিনের বিরুদ্ধে ৪টি পরিবারের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শনিবার দুপুরে পীরগঞ্জ থানায় সেই সাবেক তহসিলদার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেই ৪টি অসহায় পরিবারের লোকজন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১বছর আগে পীরগঞ্জ উপজেলার মিত্রবাটী গ্রামের আনিসুর রহমানের স্ত্রী খালেদা পারভিনের কাছে রুবিনা আক্তার, শাহাজান আলী, মাহামুদা বেগম,রুমি আক্তার সহ মোট ৪জন মিত্রবাটী মৌজার ৪৩৬ দাগে সাড়ে ৩২শতক জমি ক্রয় করেন।
সেই জমিটি বুঝিয়ে নিতে গেলে জমির অন্যান্য শরিকগণ তাদের বাঁধা দিয়ে সেই জমিটি দখল করে নেন।
এ বিষয়ে ভুক্তভোগী মির্জামুল হক, রুবিনা আক্তার, মাহামুদা আক্তার বলেন, দুই স্বামী স্ত্রী তাদের জমি না থাকার পরেও রেজিস্ট্রি দিয়ে আমাদের সাথে প্রতারনা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তিচাই।
এদিকে সাবেক তহশিলদার আনিসুর রহমান ও তার স্ত্রীর খালেদা পারভিনকে বিষয়টি সুষ্ঠ সমাধানের কথা বারবার বললেও তারা কোন গুরুত্ব না দেয়ায় বিপাকে পড়েছেন অসহায় পরিবার গুলো।
এক বছর অতিবাহিত হলেও মিলছে না কোন প্রতিকার। টাকা দিয়েও জমি না পেয়ে বেশ হতাশায় ভুগছেন এই অসহায় ব্যক্তিরা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সাবেক তহশিলদার আনিসুর রহমান মুঠোফোনে বলেন, তারা যে ঘটনা বলেছে সব মিথ্যা ও বানোয়াট। আমি তাদের কাছে জমি বিক্রি করে দখল করেই দিয়েছিলাম। আমি কোন প্রতারনা করিনি।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।