ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় মোবাইলের দোকানে চুরির সময় আন্তঃজেলা ৪ চোর আটক 

পঞ্চগড়ের বোদায় মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চার চোর আটক হয়েছে। বোদা উপজেলার নগর কুমারী হাটে অর্থি টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে জেলার বোদা উপজেলার নগর কুমারী হাটে দোকানের তালা ভাঙার সময় নৈশ্য প্রহরী ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বোদা থানা পুলিশ।

আটকৃতরা হলেন, চট্রগ্রামের কুলসি থানার মতিজন্না গ্রামের মৃত হুমায়নের ছেলে সিদ্দিক (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের আ. আউয়ালের ছেলে বশির (৪৫), দেবীদ্দার থানার আলমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে তওহিদ (২৭), শেরপুরের নালিতাবাড়ী বাগডাসা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রমজান আলী (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রটি রাতের আধারে দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির চেষ্টা করে।এসময় শব্দ শুনতে পায় বাজারে নৈশ্য প্রহরীররা। তারা স্থানীয়দের সহায়তা নিয়ে চোর চক্রটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় হেফাজতে নেয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই চক্রটির চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের পাঠানো হবে।ধারনা করা হয়েছে চক্রটি বিভিন্ন জেলায় চুরিসহ ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয়তার কারণেই চারঘাটে বিএনপির চার নেতার বিরুদ্ধে অপপ্রচার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বোদায় মোবাইলের দোকানে চুরির সময় আন্তঃজেলা ৪ চোর আটক 

আপডেট সময় ০৯:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ের বোদায় মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চার চোর আটক হয়েছে। বোদা উপজেলার নগর কুমারী হাটে অর্থি টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে জেলার বোদা উপজেলার নগর কুমারী হাটে দোকানের তালা ভাঙার সময় নৈশ্য প্রহরী ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বোদা থানা পুলিশ।

আটকৃতরা হলেন, চট্রগ্রামের কুলসি থানার মতিজন্না গ্রামের মৃত হুমায়নের ছেলে সিদ্দিক (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের আ. আউয়ালের ছেলে বশির (৪৫), দেবীদ্দার থানার আলমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে তওহিদ (২৭), শেরপুরের নালিতাবাড়ী বাগডাসা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রমজান আলী (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রটি রাতের আধারে দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির চেষ্টা করে।এসময় শব্দ শুনতে পায় বাজারে নৈশ্য প্রহরীররা। তারা স্থানীয়দের সহায়তা নিয়ে চোর চক্রটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় হেফাজতে নেয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই চক্রটির চার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের পাঠানো হবে।ধারনা করা হয়েছে চক্রটি বিভিন্ন জেলায় চুরিসহ ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে।