মোঃ আব্দুল খালেক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শনিবার (৩০ মার্চ) বোদা থানার সার্ভিস ডেলিভারী কক্ষ (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) রুনা লায়লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। বাকিগুলি ইতোপূর্বে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন গুলি হাতে পেয়ে মালিকগণ বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম সহ বোদা থানার সকল পুলিশ সদস্যের ভুয়সি প্রশংসা করেন।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন, বোদা থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আরো পড়ুন : বোদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন