মোঃ আব্দুল খালেক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীর পক্ষে মাইকে বাজচ্ছে গান, গানে গানে চাওয়া হচ্ছে ভোট।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপির একজন নেতা, আওয়ামী লীগের চারজন এবং দুইজন স্বতন্ত্র।
প্রার্থীরা হচ্ছেন, বর্তমান বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি (ঘোড়া) মার্কা প্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল (কাপপিরিচ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেদ প্রধান (হেলিকপ্টার), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ (মটরসাইকেল)। বিএনপির নেতা মো. হাবিব আল আমিন ফেরদৌস (আনারস) এবং নির্দলীয় প্রার্থী মো. মহি উদ্দীন (দোয়াত কলম) ও রাজীব কুমার বক্সী (টেলিফোন)।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান জিল্লুর (টিয়াপাখি), দেব নারায়ন রায় (টিউবওয়েল), হেমন্ত কুমার সেন (তালা), জীতেন্দ্র নাথ বর্মন (উড়োজাহাজ), মো. মোরছালিন বিন মমতাজ (রিপন) চশমা প্রতীক। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, লক্ষী রানী বর্মন (হাঁস) মার্কা, জিবুন্নাহার মুক্তা (প্রজাপতি) এবং বোদা উপজেলার বিএনপির সদস্য সচিব মোছা. লাইলী বেগম (কলস) প্রতীত মার্কা।
আরো পড়ুন : বোদায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন