ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বোদা বাজারে ৫টি দোকান পুড়ে ভস্মিভুত

মোঃ আব্দুল খালেক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাহী মার্কেট সংলগ্ন পাঁচটি দোকান আগুনে পুড়ে ভূস্মিভুত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বোদা বাজার জামে মসজিদ ও এলাহী মার্কেট সংলগ্ন পাঁচটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল সাইকেল মেকার, হোমিও ফার্মেসী, খাবার হোটেল, মুড়ি-চিড়ার দোকান ও ফলের দোকান। এ সময় পাশের একটি সার ও কীটনাশক দোকান আগুন নিভানোর সময় পানিতে ভিজে অনেক সার গলে যায়।

বোদা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে রাত প্রায় ১.৪৬ মিনিট থেকে ৩.৫০ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বোদা উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারেও বলে জানান তিনি।

খবর পেয়ে ছুটে আসেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, বোদা পৌর মেয়র আলহাজ মো. আজাহার আলী, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী, বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেদের খোঁজখবর নেন।

এ সময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী বলেন, আশেপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে। তিনি বোদা বাজার বণিক সমিতির পক্ষ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তার আশ্বাস দেন।

আরো পড়ুন : বোদায় ৭০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বোদা বাজারে ৫টি দোকান পুড়ে ভস্মিভুত

আপডেট সময় ০৫:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

মোঃ আব্দুল খালেক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাহী মার্কেট সংলগ্ন পাঁচটি দোকান আগুনে পুড়ে ভূস্মিভুত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বোদা বাজার জামে মসজিদ ও এলাহী মার্কেট সংলগ্ন পাঁচটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল সাইকেল মেকার, হোমিও ফার্মেসী, খাবার হোটেল, মুড়ি-চিড়ার দোকান ও ফলের দোকান। এ সময় পাশের একটি সার ও কীটনাশক দোকান আগুন নিভানোর সময় পানিতে ভিজে অনেক সার গলে যায়।

বোদা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে রাত প্রায় ১.৪৬ মিনিট থেকে ৩.৫০ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বোদা উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারেও বলে জানান তিনি।

খবর পেয়ে ছুটে আসেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, বোদা পৌর মেয়র আলহাজ মো. আজাহার আলী, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী, বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেদের খোঁজখবর নেন।

এ সময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী বলেন, আশেপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হচ্ছে। তিনি বোদা বাজার বণিক সমিতির পক্ষ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তার আশ্বাস দেন।

আরো পড়ুন : বোদায় ৭০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর