কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস সাহেবের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে ১৭জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আজিজুর রহমান স্বপন স্যারের সভাপতিত্বে এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় এক আবেগঘন পরিবেশে ভূরুঙ্গামারী উপজেলাবাসী এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
উল্লেখ্য যে , তিনি সম্প্রতি সহকারি জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও এ যোগদানের জন্য বিদায় নিলেন।
এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
বিদায়ী বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, আমি ভূরুঙ্গামারীর মাটি ও মানুষকে প্রচন্ড ভলোবেসে ফেলেছি। দেশের যে প্রান্তেই থাকিনা কেন ভূরুঙ্গামারী ও ভূরুঙ্গামারীবাসীর কথা আমার হৃদয়ে গেঁথে থাকবে এবং ভূরুঙ্গামারী ও ভূরুঙ্গামারী বাসির উন্নয়ন কামনা করি।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারীর সাবেক সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও কে বি ব্রিকস এর স্বত্বাধিকারী কাজী গোলাম মোস্তফা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এসকে খোকন প্রমুখ আবেগঘন স্মৃতিচারণ করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন তাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে। পরিশেষে, সকলে মিলে মোটর বাইক শোভাযাত্রা সহকারে নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার শেষ সীমানা রায়গঞ্জ ব্রিজ পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে বিদায় জানান।