ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহাপরিচালকের পদত্যাগের দাবীতে আটোয়ারীতে নার্সদের মানববন্ধন

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার জন্য ১ দফা দাবীও করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ ও মহাপরিচালক হিসেবে দক্ষ, যোগ্য, বিচক্ষণ নার্সিং অফিসার নিয়োগের দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম, শাহানাজ বেগম, কুলসুম বেগম, মিডওয়াইফ রিক্তা রাণী প্রমুখ।

বক্তারা বলেন,চলতি মাসের ৮ তারিখে বর্তমান মহাপরিচালক মাকসুরা নূর স্যার নার্সদের নিয়ে কটুক্তি করেন। তার এরূপ কটুক্তির কারণে নার্সিং সমাজ ব্যাথিত এবং অসম্মানিত হয়েছে। তিনি নার্সদের অস্তিত্বে আঘাত হেনেছেন। নার্সদেরকে কটুক্তিমূলক কথা বলা নার্সিং মহাপরিচালক হয়ে কোনভাবেই শোভনীয় নয়। এ যেন মায়ের আঁচলের ছায়াতলে সন্তান অনিরাপদ।

 

আরো পড়ুন : আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মহাপরিচালকের পদত্যাগের দাবীতে আটোয়ারীতে নার্সদের মানববন্ধন

আপডেট সময় ১১:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা। এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার জন্য ১ দফা দাবীও করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাবৃন্দের আয়োজনে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ ও মহাপরিচালক হিসেবে দক্ষ, যোগ্য, বিচক্ষণ নার্সিং অফিসার নিয়োগের দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম, শাহানাজ বেগম, কুলসুম বেগম, মিডওয়াইফ রিক্তা রাণী প্রমুখ।

বক্তারা বলেন,চলতি মাসের ৮ তারিখে বর্তমান মহাপরিচালক মাকসুরা নূর স্যার নার্সদের নিয়ে কটুক্তি করেন। তার এরূপ কটুক্তির কারণে নার্সিং সমাজ ব্যাথিত এবং অসম্মানিত হয়েছে। তিনি নার্সদের অস্তিত্বে আঘাত হেনেছেন। নার্সদেরকে কটুক্তিমূলক কথা বলা নার্সিং মহাপরিচালক হয়ে কোনভাবেই শোভনীয় নয়। এ যেন মায়ের আঁচলের ছায়াতলে সন্তান অনিরাপদ।

 

আরো পড়ুন : আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ