ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে প্রবাসী সাংবাদিকের উপর হামলা

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের কর্ম বিরতির সুযোগকে কাজে লাগিয়ে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহাদেবপুর পশ্চিম পাড়া গ্রামে দুবাই প্রবাসী এক সাংবাদিকের উপর হামলা এবং বসতবাড়িতে লুটপাট ও ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। গত শুক্রবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা।
সাংবাদিক সুমন জানান, আমি দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভ‚মিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কয়েকদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হই আমি। এরপর থেকেই বিভিন্ন হুমকি ধামকি দিতে শুরু করে ভ‚মিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেছি। শুক্রবার আমার উপর হামলা চালিয়ে আহত করার পাশাপাশি আমার বাড়িতে ডুকে ব্যাপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাড়ির ভিতর টাটি ভেঁড়া ভাংচুর সহ বিভিন্ন গাছপালা কর্তন করে পালিয়ে। এতে আমার শ্বাশুড়ী, স্ত্রী সন্তানসহ ৫জন আহত হয়েছিলাম। রাতেই রংপুর মেডিকেলে ভর্তি হয়েছি। স্থানীয় পুলিশকে সংবাদ দেয়া হলেও তারা ব্যাকআপ দিতে পারেনি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এখন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।
এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, আমরা তদন্তসাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রংপুরে প্রবাসী সাংবাদিকের উপর হামলা

আপডেট সময় ০৯:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের কর্ম বিরতির সুযোগকে কাজে লাগিয়ে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহাদেবপুর পশ্চিম পাড়া গ্রামে দুবাই প্রবাসী এক সাংবাদিকের উপর হামলা এবং বসতবাড়িতে লুটপাট ও ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। গত শুক্রবার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক যায়যায়দিন ও গ্লোবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা।
সাংবাদিক সুমন জানান, আমি দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভ‚মিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কয়েকদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হই আমি। এরপর থেকেই বিভিন্ন হুমকি ধামকি দিতে শুরু করে ভ‚মিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেছি। শুক্রবার আমার উপর হামলা চালিয়ে আহত করার পাশাপাশি আমার বাড়িতে ডুকে ব্যাপক ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বাড়ির ভিতর টাটি ভেঁড়া ভাংচুর সহ বিভিন্ন গাছপালা কর্তন করে পালিয়ে। এতে আমার শ্বাশুড়ী, স্ত্রী সন্তানসহ ৫জন আহত হয়েছিলাম। রাতেই রংপুর মেডিকেলে ভর্তি হয়েছি। স্থানীয় পুলিশকে সংবাদ দেয়া হলেও তারা ব্যাকআপ দিতে পারেনি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এখন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।
এদিকে, এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক, আমরা তদন্তসাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন : হরিদেবপুরে জমি নিয়ে দ্বন্দ্বে কলাগাছ কেঁটে সাবাড়