মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রধিনিধিঃ
”রংপুর সদর উপজেলার উন্নায়নে লাঙ্গল প্রতিকের পক্ষে ভোট দিবে জনগণ’’ রংপুর সদর উপজেলার সদ্যপুস্কিরনী ইউনিয়নে নয়াপুকুর কলেজবাজারে এক পথ সভায় এই কথা বলেন রংপুর সদর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ নবী মুন্না।
২৮ শে মার্চ রাত ৯ ঘটিকার সময় সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয় পার্টির শাখার আয়োজনে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের নয়াপুকুর কলেজবাজরে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত পথ সভায় সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদত মোৰ রায়হানুর রহমান রায়হানের সঞ্চলনায় বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ও রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি শাখার আহ্বায়ক মাসুদ নবী মুন্না, সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয়পার্টি শাখার সাধারণ সম্পাদক মোৰ চাঁন মিয়া, সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয়পার্টি শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন, সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয়পার্টি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরনবী মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক মোৰ ফজলুল হক ফুলবাবু প্রমুখ।
উক্ত পথসভায় রংপুর সদর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ও রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি শাখার আহ্বায়ক মাসুদ নবী মুন্না বলেন, রংপুর হল লাঙ্গল এর ঘাটি। আর এই অঞ্চলের মানুষ এরশাদ ও জি এম কাদের প্রিয় মানুষ। তাই উন্নায়নের ধারা ধরে রাখতে সব সময় এই মানুষ গুলো জাতীয় পার্টির পক্ষে আছেন। তাই আবারো রংপুর সদর উপজেলার নির্বাচনে রংপুর সদর উপজেলার উন্নায়নে লাঙ্গল প্রতিকের পক্ষে ভোট দিবে জনগণ। তিনি আরো বলেন, আমাদের জাতীয় পার্টি এবার একক প্রার্থী ঘোষণা করেছেন। আর আমাদের মধ্যে কোন কোন্দল বা দ্বীধা দন্ড নেই। তাই আমরা এবার রংপুর সদর উপজেলা নির্বাচনে আমাদের জয়ের জন্য শতভাগ প্র্রত্যাশি।
আরো পড়ুন : রংপুর সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাংবাদিক মহিউদ্দিন