ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম পুলিশদের মাঝে নতুন বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে । ১০ জুলাই বৃহস্পতিবার সকালে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে ৭৫ জন গ্রাম পুলিশকে এ সহযোগিতা করা হয়।
অফিস সূত্রে জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ইউনিয়ন পরিষদের কার্যাবলী দ্রুত পালন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কাজে তথ্য আদান-প্রদান সহ যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে তারা ইউনিয়ন পরিষদের সব ধরনের কাজের তথ্য বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছে দিতে পারবেন। নতুন পোশাক ও নতুন বাইসাইকেল পেয়ে ধন্যবাদ জানান গ্রাম পুলিশের সদস্যরা।