সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই। সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ বয়ে আনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক নুরুজ্জামান, এছাড়াও উপজেলা সমবায় পরিদর্শক মনা মন্ডল, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব ও সাংবাদিক জিয়াউর রহমানসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ৫টি সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দিলারা বেগম।