ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শহিদুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ। আটক শহিদুল ইসলাম পাশ্ববর্তী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার উত্তরপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে , রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঢোলপুকুর টোটোয়ার মোড় থেকে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।