ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ছিনতাই মামলায় গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ছাড়িয়ে নিতে সড়ক অবরোধ করে থানা ঘেরাও করে এলাকাবাসী।
বুধবার১৬ এপ্রিল সকালে রাণীশংকৈল থানার মূল ফটকের সামনে হোসেনগাঁও ইউনিয়নের হাজারো জনতা সড়ক অবরোধ করে আটক হওয়া ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে ছাড়িয়ে নিতে এতে অংশ নেয়।
এসময় পুলিশ প্রশাসন অবরোধ স্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার জন্য এলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে প্রশাসন তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। প্রায় ৩ ঘন্টা অবরোধ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ও প্রশাসন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১১ টায় আটককৃত চেয়ারম্যানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলা ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলীর নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলা থেকে আটক করে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, এভাবে থানা ঘেরাও করে পথ অবরোধ করে আসামি নেওয়া যাবে না এবং আপনারা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আটককৃত ব্যক্তিকে নির্দোষ প্রমাণিত করতে পারেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ আরশেদুল হক।