মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা শাখার দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বলে বিকেলে মমিনপুর ইউনিয়নের পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হিসেবে পলাশ চন্দ্র রায় পুনরায় নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছিমা জামান ববি এমপি, উদ্বোধক রামজীবন কুন্ডু সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা, প্রধান বক্তা ছিলেন ধীমান ভট্টাচার্য্য সিনিয়র সহ সভাপতি, পুজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ বজলুর রশিদ অফিসার ইনচার্জ সদর কোতয়ালি থানা, উত্তম কুমার সাহা সহ সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখা, বিকাশ দাস ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, রংপুর জেলা পুজা উদযাপন পরিষদ, সহ অধ্যাপক নাসির উদ্দীন রাসেল,পিএইচডি গবেষক প্রমুখ।
আরো পড়ুন : রংপুরে ক্লাব থেকে সাত জুয়ারি আটক