মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বানিয়া পাড়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রকাশ্যে ফলবান কলাগাছ কেঁটে ফেলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।
ক্ষতিগ্রস্থ দিশে চন্দ্র রায়ের ছেলে রতন জানান, তাঁর পিতার সঙ্গে একই এলাকার হারুনের সঙ্গে সাড়ে ১৪ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ বিষয়ে রংপুর আদালতে মামলা চলছে দীর্ঘদিন ধরে। প্রায়ই হারুন তাঁদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। আজ সকালে হঠাৎ তাঁর নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী ধারালো রামদা, হাঁসুয়া ও দেশি অস্ত্র দিয়ে তাঁদের ২৫০টি ফলন্ত কলাগাছ ও ২৫০টি ইউক্যালিপটাস গাছের চারা কেঁটে টুকরো টুকরো করে ফেলে গেছে। জনগণ এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে কথা হলে উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে উদ্ধার হওয়া একটি মোটরসাইকেল ও কিছু দেশি অস্ত্র ইউপি কার্যালয়ে রাখা হয়েছে। অবশ্যই পদক্ষেপ নেয়া হবে। কারণ এটি আমার ওয়ার্ড। বাড়ীর পাশের ঘটনা।
কোতয়ালী সদর থানার ওসি বজলুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন : রংপুরে যুবদলের আলোচনা সভা