মহান ১৬ই ডিসেম্বর পালনে সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজের কোন আয়োজন ছিল না। শহীদ মিনারে আলোক সজ্জা কিংবা ফুল দিয়েও শ্রদ্ধা জানায়নি কর্তৃপক্ষ। এনিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্কুল ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন, সরকারী কোন নির্দেশনা না থাকায় আমাদের কোন আয়োজন ছিল না। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর মহান ১৬ই ডিসেম্বর পালনে সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজের আলোক সজ্জা, পুস্পমাল্য অর্পণসহ নানা আয়োজন থাকে। কিন্তু অদৃশ্য কারণে এবার স্কুল ও কলেজ কর্তৃপক্ষ নিরব ছিল । স্কুল ও কলেজ ক্যাম্পাসে থাকা শহীদ মিনারটিতে আলোক সজ্জা করা হয়নি। বাজানো হয়নি মাইক। এতেই ঘটেছে বিপত্তি।
নাম প্রকাশে অনেচ্ছুক একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি মেনে নেয়ার মতো নয়। বিশ্বাসই হচ্ছে না এই স্কুল ও কলেজে আমি পড়াশোনা করেছি। আমার মনে হচ্ছে, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ ৩৬ জুলাই স্বীকার করে না। যার প্রমাণ তারা দিয়েছে। হ
রিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বলেন, শহীদ মিনার অন্ধকার ছিল। আমরা নিজেরাই বাতি লাগিয়েছি। অথচ আগের বছরগুলোতে পাগলাপীর স্কুল ও কলেজ কর্তৃপক্ষ সব আয়োজন করেছিল। এটি ধৃষ্টতা।
এ ব্যাপারে কথা হলে পাগলাপীর স্কুল ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার আলী বলেন, আমাদের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকতা। স্কুল ও কলেজে ছুটি দেয়া হয়েছে। বন্ধ আছে। এবার কোন সরকারী নির্দেশনা পাইনি। তবে মহান ১৬ই ডিসেম্বর পালনে সদর উপজেলার পাগলাপীর স্কুল ও কলেজের পক্ষ থেকে একটি আয়োজন করা হবে।