ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের রাকসু কার্যালয় ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে ছাত্রদল। আজ রোববার (৩১ আগস্ট) তারা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ভাঙচুর করেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ঢুকে নির্বাচনের কার্যক্রমের প্রশাসনিক কাগজপত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীও ছিলেন।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন শুরু করে। এক পর্যায়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেন। একপর্যায়ে রাকসু কার্যালয়ে তালা দিতেও দেখা যায় তাদের।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা। আজ মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করে ছাত্রদল। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

আন্দোলনের কারণে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনের কার্যক্রম এখনো শুরু করা যায়নি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি। তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এ দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ছাত্রদলের রাকসু কার্যালয় ভাঙচুর

আপডেট সময় ১২:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে ছাত্রদল। আজ রোববার (৩১ আগস্ট) তারা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ভাঙচুর করেছে।

ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ঢুকে নির্বাচনের কার্যক্রমের প্রশাসনিক কাগজপত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীও ছিলেন।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন শুরু করে। এক পর্যায়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেন। একপর্যায়ে রাকসু কার্যালয়ে তালা দিতেও দেখা যায় তাদের।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা। আজ মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করে ছাত্রদল। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

আন্দোলনের কারণে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনের কার্যক্রম এখনো শুরু করা যায়নি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি। তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এ দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।