এইচএম ফারুক, স্টাফ রিপোর্টারঃ
প্রান্তিক মানুষের সেবায় সিরাজগঞ্জের তাড়াশে নতুন শাখা চালু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ হাইস্কুল গেট এলাকায় তাড়াশ ভবনে এনআরবিসি ব্যাংক পিএলসি উপশাখার উদ্বোধন করেন জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এনআরবিসি ব্যাংক পিএলসি তাড়াশ শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিরাপদ দাস, তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক খন্দকার, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিরাজগঞ্জ শিয়ালকোল এনআরবিসি ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম সুমন, সলঙ্গা শাখার ব্যবস্থাপক আলী আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ হোসেন, লেবু খাঁন, জাহাঙ্গীর খন্দকার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, এ অঞ্চল কৃষিপ্রধান এলাকা। পাশাপাশি বেশকিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে উন্নয়ন ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এনআরবিসি ব্যাংক এ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করবে। এর ফলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়ন হবে বলে আমি আশা করি।