“জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ( ৬ অক্টোবর) সকালে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক খালিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন, তাড়াশ প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক সাব্বির আহম্মেদ, তাড়ার সদর ইউনিয়নের সচিব নির্মল কুমার, দেশীগ্রাম ইউনিয়নের তথ্য সেবাদান কারী হারুনার রশিদ প্রমুখ। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন একটি গুরত্বপূর্ণ বিষয়। এতে নানা ত্রুটি থাকলেও সমন্বয়ের ভিত্তিতে সেগুলো দূর করতে হবে।
অনুষ্ঠান শেষে জন্ম মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট ব্যক্তিদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।