রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ তাড়াশে একটি ব্রিজের পাশ থেকে কাপড়ে মোড়ানো এক ছেলে নবজাতকের মরাদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি কালভার্ট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার খুটিগাছা-খালকুলা আঞ্চলিক সড়কের আজিমনগর এলাকার একটি ব্রিজের পাশে আমরা কয়েকজন নবজাতকের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।