সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়ায় দীর্ঘদিনের অনেক পুরাতন জোড়দিঘী বাজার, ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা নামে পরিচিত আমশড়া জোরপুকুর বাজারে নেই আর্থিক লেনদেন ও নিরাপত্তার স্বার্থে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক। বাণিজ্যিক এলাকা আমশড়া জোরপুকুর বাজারে রাষ্ট্রায়াত্ত ব্যাংক প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। বাজারটিতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক প্রতিষ্ঠা হলে এক দিকে যেমন এলাকার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে অন্য দিকে প্রবাসিদের কষ্টে উপার্জন বৈদেশিক মুদ্রা সহজে পরিবারের নিকট পৌছাতে পারবে।
এতে করে এই এলাকার মানুষের ভোগান্তি দূর হবে এবং রাজস্বও পাবে সরকার। এমনটাই বললেন ওই এলাকার ইট ভাটার মালিক মো. আব্দুস সাত্তার (মাস্টার)
তিনি আরো বলেন , আমশড়া বাজার টি সলঙ্গা থানা সদর থেকে ৭ কি. মি. পশ্চিমে এবং তাড়াশ পৌর সদর থেকে ৭ কি. মি. পূর্বে এবং নিমগাছী বাজার থেকে১০ কি. মি দক্ষিনে অবস্থিত। তাই এত দূর দূরান্ত গিয়ে অনিরাপদ ও ঝুকিপূর্ণ ভাবে ব্যাংকিং লেনদেন করতে হচ্ছে এলাকার মানুষদের।
এ ছাড়াও ওই বাজার সংলগ্ন এলাকার সুইট বিক্স ইট ভাটা এবং আমশড়া গ্রামে সর্বমোট চার টি ইট ভাটা রয়েছে যেখানে প্রতিদিন শত শত দিনমজুর কাজ করছেন। আর লেনদেন হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। শুধু তাই নয় ওই বাজার এলাকার চার পাশে রয়েছে প্রায় ৫ শতাধিক মুরগির খামার। যেখানে ব্যবসা করছেন বড় বড় ফিড ব্যবসায়িক। রয়েছে মাছের হ্যাচরীসহ শতাধিক মৎস্য চাষী। অত্র এলাকার শত শত লোকজন আছেন প্রবাসে। যারা তাঁদের পরিবারের নিকট বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন। এ ছাড়া ওই এলাকায় আছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দির। বাজার এলাকায় রয়েছে অসংখ্য ফার্নিচার ও কাঠ ব্যবসায়ী।
আমশড়া এলাকার (পল্টি, লেয়ার ফিড ডিলার) মোঃ নুরুল ইসলাম খোকন বলেন, আমশড়া বাজারে কোন ব্যাংক না থাকায় এলাকার মানুষদের সময়ের অপচয় এবং ঝুঁকি নিয়ে ব্যাংকিং লেনদেন করতে হচ্ছে অনেক পথ পেরিয়ে থানা সদরে । এতে বাড়ছে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা। তিনি ওই বাজারে একটি রাষ্ট্রায়িত ব্যাংক প্রতিষ্ঠার জোড় দাবী জানান।
এ ব্যাপারে আমশড়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, আমশড়া বাজারে একটি রাষ্ট্রায়িত ব্যাংক থাকলে এলাকার সর্বস্তরের মানুষ নিরাপত্তার সাথে ব্যাংকিং লেনদেন করতে পারতেন।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মোঃ আব্দুস সামাদ বলেন, এলাকার মানুষ এখন আর্থিকভাবে অনেকটাই স্বচ্ছল। আমশড়া বাজারে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাংক প্রতিষ্ঠা হলে এলাকার মানুষের ব্যাংকিং লেনদেন নিরাপদ ও সুবিধাজনক হতো তাই ব্যাংক প্রতিষ্ঠা এলাকার সকল মানুষের এখন প্রাণের দাবী।