রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বিগত কয়েক বছর ধরে বোরো ধানের পাশাপাশি ভুট্টা চাষে সফলতা দেখছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অধিকাংশ কৃষকেরা। গত বছরের চেয়ে চলতি বছর রায়গঞ্জে বেড়েছে ভুট্টার আবাদ। কৃষকরা এখন ভুট্টা ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। গত বছর ধান ও ভুট্টার আবাদে লাভের মুখ দেখায় এবছর উপজেলার কৃষকেরা বোরো ধানের পাশাপাশি ব্যাপকভাবে ভুট্টা চাষ করেছেন।
জানা যায়, গত সোমবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও ভুট্টা চাষে উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। উপজেলার বিভিন্ন কৃষকের মাঠের দিকে তাকালেই চোখে পড়ে মাঠের পর মাঠ সবুজ ভুট্টা খেত।
ভুট্টা চাষে আর্থিকভাবে প্রতি বছরেই লাভবান হচ্ছেন বলে জানান উপজেলার বেশ কয়েকজন কৃষক। এদিকে প্রতি বছরেই ভুট্টা চাষ লাভজনক হওয়ায় আগামীতেও ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন উপজেলার অধিকাংশ কৃষকেররা।