রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার অন্তর্গত ৪নং ওয়ার্ডের অন্তর্গত দর্শনপাড়া গ্রামের মনিরুল মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মহসিন আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কেশরহাট পৌরসভার সভাপতি মশিউর রহমান রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক সামিউল হক উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান কামরুল ইসলাম।
এ সময় প্রধান শিক্ষক বলেন, এবছর পাশের হার ৯৫ ভাগ আগামীতে এই পাশের হার যেন বজায় থাকে অভিভাবকদের উদ্যেশে বলেন শিশু জাতীয় সম্পদ তাদের অযথা মোবাইল দিবেন না।এতে পড়াশোনার পাশাপাশি তাদের চারিত্রিক অবক্ষয় ঘটে।