“এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই”এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী মোহনপুর উপজেলায় তারুণ্যের উৎসব পালিত হয়েছে।এই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি পিঠা উৎসব,যুব উন্নয়ন আওতায় যুব ও ক্রীড়া বিষয়ক ফুটবল ক্রিকেট খেলা, চিত্র অঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এর প্রতিপাদ্য নিয়ে গ্রাম পর্যায়ে সেবা প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ ( জানুয়ারি) বিকালে উপজেলার বাকশিমইল ইউপি’র বিদ্যাধরপুর মাঠ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ এম. এ. মান্নান’র উপস্থাপনায় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সভাপতি শামিমুর রহমান মুন, অধ্যাপক আব্দুর সামাদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম।মাঠ পর্যায়ে বিধাধারপুর গ্রাম ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী অফিসার আয়শা সিদ্দিকা সকলের মধ্যে পুরুষ কার বিতরণ করেন।