রাজশাহী জেলার মোহনপুর উপজেলা ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ মার্চ) বুধবার বিকালে ঘাসিগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল ভাই ইউনিয়নের সার্বিক সহোযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে ইফতার মাহাফিল পরিচলনা করেন।
ইফতার মহাফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন আরো উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী জেলা যুবদলের সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমুর রহমান মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল, ধুর ইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজেম উদ্দিন, মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিয়নে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা