রাজশাহীর পবায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বরেন্দ্রাঞ্চল রক্ষায় আমরা ব্যানারে বায়া বিরুহী নদীপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আসন্ন বাজেটে বারনই, শিব, হোজা, মহানন্দা, আত্রাই নদীসহ এই অঞ্চলের প্রবাহিত সকল নদী রক্ষায় বরাদ্দের দাবিতে এ র্যালি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বস্তি উন্নয়ন সংস্থার কর্মকর্তা হাসিনুর রহমান।
বক্তব্য রাখেন রুলফাও’র নির্বাহী কর্মকর্তা আফজাল হোসেন, পসমস’র নির্বাহী কর্মকর্তা মেহেনাজ পারভীন, সামাজিক কল্যাণ সংস্থার সম্রাট হোসেন। উপস্থিত ছিলেন আসিনুল হক রিন্টু, রুহুল আমিন, শারমিন আক্তার সোমা, রোকেয়া বেগম প্রমুখ।