সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাঁসী ইউনিয়নের রামেশ্বরগাতী গ্রামে হিলফুল ফুজুল মানবিক সংগঠনের উদ্বেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । আজ ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা দেওয়া হয়। অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে তাৎক্ষণিক রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয় ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, মাওলানা আব্দুস সামাদ ও পরিচলানা করেন মোঃ তরিকুল ইসলাম , সার্বিক সহযোগিতায় ছিলেন হিলফুল ফুজুল মানবিক সংগঠনের উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক, মোঃ ইব্রাহিম সরকার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ফজলুর রহমান, সাস্থ্য সহকারী রায়গঞ্জ সাস্থ্য কমপ্লেক্স।
হিলফুল ফুজুল মানবিক সংগঠন ও রামেশ্বরগাতী যুব সমাজের উদ্যোগে বিভিন্ন সময়ে এলাকার গরীব,অসহায়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় । এই সব ক্যাম্পে সাধারণত বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ পরীক্ষা ডায়াবেটিকস্ পরীক্ষা করে রোগ নির্ণয়ের সুযোগ দেওয়া হয় ।
মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা সাক্ষাৎকারে বলেন, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আমাদের খুব উপকার হয়েছে, এভাবে যেন গ্রামাঞ্চলে আমরা স্বাস্থ্য সেবা নিতে পারি এবং এটা খুব ভালো একটা উদ্যোগ,, আমাদের গরীব অসহায় মানুষের জন্য গ্রাম অঞ্চলের দ্বার প্রান্তে হিলফুল ফুজুর মানবিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে পেরে আমরা খুবই আনন্দিত ৷