সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড়িয়ে দেয়া হয়েছে একটি অনুমোদনহীন অবৈধ ইটভাটা। এছাড়া সদর উপজেলার ১টি সহ রায়গঞ্জে ৯টি ইটভাটায় মোট ৪০ লক্ষ জরিমানা করা হয়েছে ।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারি সচিব, আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জেনিন ব্রিকস গুড়িয়ে দেয়া হয়। পরে আরো রায়গঞ্জ উপজেলায় ৯ ও সদর উপজেলায় ১ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
জরিমানাকৃত ইটভাটা গুলি হচ্ছে, মেসার্স রাইন ব্রিকস, বহুতি সদর ৬ লক্ষ টাকা , মেসার্স সান ব্রিকস ৫লক্ষ টাকা, মেসার্স হানিফ ব্রিকস ৪ লক্ষ টাকা, সুপার ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স হিরো ব্রিকস ৫ লক্ষ টাকা, মেসার্স সুরমা ব্রিকস ৫ লক্ষ টাকা, মেসার্স এইচ আলী ব্রিকস ৫ লক্ষ টাকা, মেসার্স এইচ এস ব্রিকস ৫ লক্ষ টাকা, মেসার্স রেজা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আলফা ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা, সর্বমোট ৪০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় মোট ইটভাটা রয়েছে ৫৯টি। তার মধ্যে ২৭টির আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বাকি ৩২ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক, তুহিন আলম জানান অনুমোদনহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে ।