রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় হাটপাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত রামেশ্বর গাতী ও মাটিকোড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা খালে জনতার ভোগান্তি শেষে অবশেষে নির্মান করা হচ্ছে একটি ব্রীজ।
সরেজমিনে গিয়ে জানা যায়, রামেশ্বর গাতী, মাটিকোড়া,বেংনাই নাড়ুয়া,ছয়আনী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচল করতে এই খালের রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই এখানে পারাপারের জন্য নৌকা ছাড়া চলাচল করা যেতোনা, হাট বাজার মসজিদ, মাদ্রাসা ও কৃষি কাজে ব্যােপক ভোগান্তির সৃষ্টি হতো। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগণ ও বিভিন্ন গাড়ি চলতেও বাধার সৃষ্টি হতো। আর এই জনচলাচলের ভোগান্তির ইতিহাস নিয়ে আনেক পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে এবং জনতার দাবি এই খালের উপর একটি ব্রীজ চেয়ে সরকারের সুনজর কামনাও করা হয়েছে। অবশেষে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজরে এবং এলাকার জনতার সকল ভোগান্তির অবসান ঘটিয়ে এখানে একটি ব্রীজ তৈরির কাজ চলছে।
স্থানীয় জনগণ ব্রীজ নির্মাণে অনেক খুশি হয়েছে। স্থানীয় মাষ্টার খবির উদ্দিন বলেন, আমরা অনেক ভোগান্তি শেষে একটি ব্রীজ পেয়ে অনেক আনন্দিত।
স্থানীয় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ছিলো। আমরা প্রসাশনিকভাবে সহযোগিতা করে এটা করা সম্ভব হয়েছে। ব্রীজটির কাজ শেষ হলে এলাকার মানুষের চলাচল অনেক সুবিধা হবে।