এইচএম ফারুক, স্টাফ রিপোর্টারঃ
‘ভরবো মাছে মোদের দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোণা অবমুক্ত করেন অতিথিরা।
বুধবার দুপুর সারে ১২টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন শুভন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাইকেল, মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া পারভীন পরি প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন মৎসজীবীদের মাঝে সম্মাননা দেওয়া হয়।