সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দেশের বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঢাকা বগুড়া মহাসড়কে তাল বীজ রোপন করা হয়।
উপজেলার চান্দাইকোনা ইউপির থানারোড হইতে ঘুড়কা ইউপি ভুইয়াগাতী কামারপাড়া ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশ দিয়ে কয়েক হাজার তাল বীজ রোপন করা হয়।
রবিবার সকাল ১০টায় থানারোড হইতে তাল বীজ রোপন উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নুরুল আমিন, সম্পাদক এসএম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের চলনবিল প্রতিনিধি শামীম উদ্দিন খান। । কোষাধক্ষ্য শাহিন রেজা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম রানা।
এছাড়াও বীজ রোপন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করে বীজ রোপন করে একদল খুদে স্বেচ্ছাসেবি।
উদ্বোধন শেষে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম দেশের উদ্দেশ্যে বলেন, শুধু তাল বীজ নয় সুস্থ জীবন যাপনের জন্য প্রত্যকেই বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা অতি জরুরী। তাই সবাই এগিয়ে আসুন পরিবেশ বান্ধব গাছ লাগান পরিবেশ বাঁচান।