এইচ এম ফারুক, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অন্তর্গত সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার নামে দান কৃত ৩১ শতাংশ জমি যার মৌজা আগরপুর আর, এস,খতিয়ান নং-১১৯ দাগ নং-০১ জমির পরিমাণ ৩১ শতাংশ যাহা ৭০ বছর আগে দাতা, আরজ আলী, পিতা- মৃত অমর আলী, গ্রাম আমশড়া উপজেলা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ- অত্র মাদ্রাসার নামে দান করেন। কিন্তু উক্ত জমি অবৈধভাবে আগরপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ইসাহাক আলী ৭০ বছর যাবৎ ভোগ দখল করে আসছিল।
এ অবস্থায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির গভর্নিং বডির সভাপতি মো. রিয়াদুল ইসলাম (ফরিদ) অত্র মাদ্রাসার সভাপতি হওয়ার পর মাদ্রাসার নামীয় জমি জমার রেকর্ড পত্র দেখে উক্ত জমিজমার সন্ধান পাওয়া গেলে গতকাল শনিবার সকালে ১১ ঘটিকায় মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী শিক্ষক বৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসার নামীয় জমি উদ্ধার করে মাদ্রাসার সাইনবোর্ড স্থাপন করে জমি দখলে আসেন সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
আরো পড়ুন : সলঙ্গায় চক্ষু শিবির অনুষ্ঠিত