জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ জুন ) সকালে থানার বাসুদেবকোল মধ্যপাড়া কলাবাগান থেকে রেজাউল করিম (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ নিহত রেজাউল করিম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা কামার পাড়ার গ্রামের রমজান আলীর ছেলে
নিহত রেজাউলের বড় ভাই কারিম জানান গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয় তার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না আজ সকালে খবর পেয়ে এসে দেখি আমার ভাইয়ের লাশ, আমার ভাইকে মেরে অটোভ্যান টা নিয়ে গেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।