সিরাজগঞ্জ সদর পশ্চিম গারুদহ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে অবৈধভাবে পরীক্ষার নামে হাজার হাজার টাকা ফি আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবু হেনা মন্ডল ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার ১৪ ই আগষ্ট ২০২৫ইং তারিখের সরেজমিনে গেলে পশ্চিম গারুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিশু কিশোর ছাত্র ছাত্রীগণ বলেন, আগে আমাদের নিকট থেকে কোন পরীক্ষার ফিস নেওয়া হয় নাই কিন্তু গত কয়েক দিন আগে আমাদের একশত আটচল্লিশ জন ছাত্র ছাত্রীর নিকট থেকে পঞ্চাশ, ত্রিশ, বিশ টাকা করে হাজার হাজার টাকা ফি আদায় করেন। ছাত্র ছাত্রী অভিবাভকরা বলেন, আমরা গত কয়েকদিন আগে পরীক্ষার ফিস এর জন্য সারদের টাকা দিয়েছি।
এদিকে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়ে ফি আদায় করেছি, কিন্তু উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে কোন চিঠি এখনো পাইনি। যদি শেষ পর্যন্ত চিঠি না পাই তাহলে ফি আদায়ের টাকা অভিভাবকদের ফেরত দেওয়া হবে। এবিষয়ে সাংবাদিকদের যা করণীয় করুক। অন্য দিকে প্রধান শিক্ষক আবু হেনা বলেন আমি এবিষয়ে জানিনা সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এর সাথে কথা বলেন। তবে আমার জানামতে কিছু টাকা তোলা হয়েছে তাহা আমি ছাত্র ছাত্রীদের ফেরত দিতে বলেছি। এবং আমি জরুরী কাজে উপজেলা অফিসে এসেছি।
এটিও আক্কাস আলী বলেন, এবিষয়ে আমার জানা নেই, দোষী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টিও ফজলুর রহমান বলেন, পরীক্ষার নামে ফি আদায় করার জন্য কোন সরকারিভাবে চিঠি এখনো পাইনি, তাই ফি আদায় করা হলে এটি সম্পন্ন অবৈধ। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিপিও হারুনর রশীদ বলেন, সরকারিভাবে চিঠি না পেয়ে এভাবে পরীক্ষার নামে ফি আদায় করা ঠিক হয়নি, তবে সরকারি ভাবে পরীক্ষার ফিস নেওয়ার বিধান চালু হবে বলে আমরা খবর পেয়েছি। অন্য দিকে ছাত্র ছাত্রী অভিভাবকগন বলেন অবৈধ ভাবে পরীক্ষার নামে ফি নেওয়ার বিষয় টি সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার করজোড় অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করছেন।